চট্টগ্রামে নামছে ১০ প্লাটুন বিজিবি

0 ২৩৯

আল আমিন হোসেনঃ আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের চার উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলাগুলো হলো- হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমিন বলেন, আল্লামা শাহ আহমদ শফীর জানাজাকে ঘিরে যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ ও র‍্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১০ প্লাটুন বিজিবির মধ্যে চার প্লাটুন হাটহাজারীতে, দুই প্লাটুন পটিয়ায়, দুই প্লাটুন রাঙ্গুনিয়ায় এবং দুই প্লাটুন ফটিকছড়িতে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। আজ শনিবার বাদ জোহর দারুল উলুম মাদরাসায় জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে তাকে দাফন করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!