চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ‘ঋণখেলাপি’ চারজনের মনোনয়নপত্র বাতিল।

0 ৪০০,৫১১

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের চারজন প্রার্থী ঋণখেলাপি বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)।

গত ১৭ই সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমূল কবীর তরফদার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।

ঋণখেলাপি চারজন হলেন,৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এমরান,তিনি ব্যক্তি ঋণ গ্রহিতা।৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ইসলাম আহমদ।তিনি প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণ গ্রহিতা।১২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এসএম আলমগীর চৌধুরী। তিনিও প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণ গ্রহিতা ও ১৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী আবদুল মালেক খানও ঋণখেলাপি।

তবে মনোনয়নপত্র দাখিলকারী ৯০জনের মধ্যে বাকি ৮৬ জন প্রার্থী সকলেই ঋণখেলাপি থেকে মুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিটার্নিং অফিসারের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়,আপনাদের অবহিত করা যাচ্ছে যে,সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জুলাই,২২ মাস ভিত্তিক ঋণ তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজে সংরিক্ষত আছে।এছাড়া ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ৩১শে জুলাই,২২ পরবর্তী লেনদেন সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়েছে।

১৮ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়।মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ১৯শে থেকে ২১শে সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হবে ২২শে থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫শে সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬শে সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৭শে অক্টোবর।

জেলা প্রশাসক মমিনুর রহমান জানান,ঋণখেলাপির অভিযোগে চারজনের মনোনয়ন পত্র বাতিল করে দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!