‘চট্রগ্রামে আশা’র কর্মশালা অনুষ্ঠিত ‘।

0 ৬৮৯,৮৮৩

চট্টগ্রামে আশা’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার(২১ মে)নগরীর ষ্টেশন রোডস্থ হোটেল দি এলিনার কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আশা’র চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত ‘খেলাপী ঋন হ্রাস কল্পে করনীয়’ এবং মানিলন্ডারিং(অর্থপাচার) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালায় চট্টগ্রাম জেলার ২০ জন লোন অফিসার অংশগ্রহণ করেন।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসাবে দায়িত্ব পালন করেন সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার ফজলুল হক মিন্টু।এছাড়া আরো বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার রেজাউল মামুন শিবলী,ব্রাঞ্চ ম্যানেজার জুবাইর আজম।

কর্মশালায় খেলাপী হ্রাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা,চ্যালেন্জসমূহ চিহ্নিত করে উত্তরণে করনীয় নির্ধারন শীর্ষক আলোচনা করা হয়।এছাড়া মানিলন্ডারিং(অর্থ পাচার)ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারীর সাথে বিস্তারিত আলোচনা করে সকলকে সচেতনতার সহিত যার যার দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য যে,আশা দেশের সকল জেলা কার্যালয়ের মাধ্যমে সংস্থায় কর্মরত সকল লোন অফিসারদের নিয়ে পর্যায়ক্রমে এ কর্মশালার আয়োজন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!