চরশাহী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

0 ২০৮

জসিম উদ্দিন রুবেলঃলক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার (সদর পূর্ব ইউনিটের)অধীন চরশাহী ইউনিয়ন যুবলীগের স্থগিতকৃত আহব্বায়ক কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা যুবলীগ।স্থগিতকৃত কমিটির আহবায়ক ছিলেন, ১২ নং চরশাহী ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ এবং যুগ্ম আহবায়ক ছিলেন জয়নাল আবেদিন।চরশাহী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করমি রিয়াজ সন্দেহভাজন ও দলীয় কোন্দলের কারনে একাধিক মামলায় আটক হওয়ার কারনে চরশাহী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির কার্য্যক্রম স্থগিত করা হয় গত ০৬ আগষ্ট ২০২০ ইং তারিখে। চরশাহী ইউনিয়ন যুবলীগের কমিটি স্থগিত করে অনুসন্ধান টিম গঠন করে লক্ষীপুর জেলা যুবলীগ। অনুসন্ধান টিম অনুসন্ধান করে দেখেন রেজাউল করিম রিয়াজ চার্জশিটভুক্ত কোন মামলায় আটক না হয়নাই এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানিয় রাজনীতি কোন্দল কারন। র্দীঘ সময় অনুসন্ধানের পর রিয়াজকে আটকের মামলা ও আটকের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ায় রেজাউল করিম রিয়াজ ও জয়নাল আবেদিনের স্থগীতকৃত কমিটির কার্য্যক্রম চালুকরার অনুমতি দেন লক্ষীপুর জেলা যুবলীগ।কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে লক্ষীপুর জেলা যুবলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে মাইকে ঘোষণা দেন লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি ও লক্ষীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং লক্ষীপুর লাক্ষো যুবলীগের নয়নের মনি ও আর্দশ এ কে এম সালাউদ্দিন টিপু প্রায় হাজার নেতাকর্মীর উপস্থিততে ৩০ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নিজের সমাপনী বক্তব্যে তিনি স্থগিত কমিটির পুনরায় বহাল করেন।এই সময় এ কে এম সালাউদ্দিন টিপু আরো বলেন বার বার বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবরণ করেও চরশাহী ইউনিয়নের যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজ সম্প্রীত কারাগার থেকে বের হয়ে সংগঠনের সাথে অভিমান না করে রাজপথে থাকায় তিনি রেজাউল করিম রিয়াজ কে ধন্যবাদ জানিয়ে যুব রাজনীতিতে আবারো স্বাগত জানান সেই সাথে তিনি রেজাউল করিম রিয়াজের বিরোদ্ধে যারা বার বার ষড়যন্ত্র করেন তাদের কে হুশিয়ার করে বলেন রিয়াজের বিরোদ্ধে আর কোন ষড়যন্ত্র আমরা জেলা যুবলীগ বদ্ধাস করবেনা। লক্ষীপুর জেলাযুবলীগ রিয়াজ বিরোদ্ধে সকল ষড়যন্ত্র একসাথে মোকাবেলা করবেন বলে ঘোষণা দেন লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!