চসিক নির্বাচনে আঃলীগ বিএনপি ও বিদ্রোহী প্রার্থী ত্রীমূখী সংঘর্ষে নিহত ২ আহত অর্ধশত।

0 ১৯১

নেয়ামত উল্লাহ রিয়াদঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের দিন সকালে নগরীর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল থেকে সেখানে দফায় দফায় এই তিনপক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে দুই কাউন্সিলর প্রার্থী দাবি করেছেন।

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন, ওই ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো ‘দখল’ করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর দাবি, তার অনুসারীদের ওপর হামলা হয়েছে আঃ লীগের বিদ্রোহী প্রার্থীর নেতৃত্বে।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থনে ভোটে আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোঃ বেলাল। এখানে বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর এফ কবির মানিক।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ওয়ার্ডে বিএনপির সমর্থন পেয়েছেন আবদুল হালিম শাহ আলম

সংঘর্ষের বিষয়ে আবুল হাসনাত মোঃ বেলাল বলেন, ‘আমার অনুসারীদের ওপর বিদ্রোহী প্রার্থী ও বিএনপি প্রার্থীর নেতৃত্বে পুলিশ লাইন কেন্দ্রে হামলা হয়েছে। সেখানে আমার চারজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে তারা। এ ছাড়া মাস কিন্ডারগার্টেন কেন্দ্রেও হামলা হয়েছে। বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার লোকদের মেরেছে। সেখানেও দুইজন আহত হয়েছে। মারামারির কারণে সাধারণ ভোটাররা আর কেন্দ্রে আসছে না।’

সকাল ৯টার দিকে শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলালের সমর্থকদের সঙ্গে মাসুমের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বশির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রের বাইরে গোলযোগ হয়েছে তাই সাধারণ মানুষ ভোট দিতে আসছে না।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল হালিম শাহ আলম বলেন, ‘কোনো কেন্দ্রেই মেয়র ও আমার এজেন্ট ঢুকতে পারেনি। তারা আমাকেও শারীরিকভাবে নির্যাতন করেছে। আমাদের ১৫ জন আহত হয়েছে। গতরাতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে মতিঝর্ণা, পোড়া কলোনি ও লালখানবাজার এলাকায়। প্রত্যেক সেন্টার তারা দখল করে নিয়েছে। ১৪টি কেন্দ্রের একটিতেও আমাদের এজেন্ট নেই। আমি নিজে জামেয়াতুল উলুম মাদ্রাসা সেন্টারে ভোটার, এখনও ভোট দিতে পারিনি। যে কয়জন ভোটার আইডি কার্ড নিয়ে ভিতরে যাচ্ছে, সেটা নিয়ে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়ে দিচ্ছে। আগের ভোটের চেয়েও নির্লজ্জ অবস্থা এবার।’ স্থানীয় প্রশাসন ও পুলিশকে বলেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করছেন আবদুল হালিম শাহ আলমের।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, কেন্দ্রের বাইরে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল।

এদিকে সকালে নগরীর পাহাড়তলীতে নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয় এছাড়াও খুলশীতে আঃলীগের বিদ্রোহী প্রার্থীর গুলিতে আলাউদ্দিন নামে এক পথচারী মারা গেছেন, আহত হয়েছেন ১০ জন আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে । এ নিয়ে চসিক নির্বাচনকে কেন্দ্র করে নিহত ২ আহত অর্ধশত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!