চসিক প্যানেল মেয়র হলেন লিটন,গিয়াস,আফরোজা

0 ২১৩

রিপোটার আহম্মেদ রকিব: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে।এতে প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ২৫ নং রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছবুর লিটন।দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন।এছাড়া (২৭,৩৭,৩৮)নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর নির্বাচিত হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ)বেলা ১২টার দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. কালাম চৌধুরী।জানা গেছে,এই নির্বাচনে মোট ১২ জন প্রার্থী হচ্ছেন।এদের মধ্যে ৭ জন সাধারণ এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। এর আগে গত ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চসিকের প্যানেল মেয়র নির্বাচন।তবে চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন)আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী,সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা অগ্রাধিকারক্রমে নিজেদের মধ্য থেকে ৩ সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করেন।এর মধ্যে একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে।প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী,উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু,আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন,রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন,পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন জোবাইরা নার্গিস খান,নীলু নাগ,আফরোজা জহুর,লুৎফুন্নেছা দোভাষ বেবী ও ফেরদৌস বেগম মুন্নী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!