জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী

0 ৩০১

থানচি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি বলেছেন,এলাকার সার্বিক উন্নয়নে, জনগণের সামগ্রিক কল্যাণে জনপ্রতিনিধিদের আরো নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

আজ শনিবার ৫ ফেব্রয়ারী থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াই হ্লা মং মারমার সভাপতিত্বে দুপুরে মন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা তিংতিংম্যা,জেলা পরিষদ সদস্য সিঅং খুমী।

অনুষ্ঠানের শুরুতে থানচি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুংশৈথুই মারমা (রনি),অংপ্রু ম্রো, জিয়াঅং মারমাসহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!