জাতীয় প্রেসক্লাবে অগ্রযাত্রা পত্রিকার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ সম্মাননা অনুষ্ঠান আয়োজিত।

0 ১,০৮১,১১২

জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে আজ (২৫ মার্চ শুক্রবার)।

অগ্রযাত্রা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব এর সভাপতিত্বে দুপুর ২ টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর কাউন্সিলর ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক অগ্রযাত্রা’র প্রকাশক প্রকৌশলী শরীফ আহমেদ সহ আরো অনেকেই। আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা৷ এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া ৭ শহীদকে অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে মরোনত্তর ” স্বাধীনতার অমর সূর্য সন্তান” পদক -২০২২ইং তুলে দেয়া হয় শহীদ পরিবারদের হাতে৷

অগ্রযাত্রা- স্বাধীনতার অমর সূর্য সন্তান পদক প্রাপ্ত ৭ শহীদ হলেন-

১/ শহীদ এসআই আব্দুর রহমান
৪ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

২/ শহীদ তোফায়েল ইলাহী চৌধুরী
১৩ এপ্রিল ১৯৭১সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৪/ শহীদ আবুল হাসানাত চৌধুরী।
১৩ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৫/ শহীদ সৈয়দ সিরাজুল আবদাল।
সম্ভাব্য ১৯ মে সিলেটের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ নৌফেল
৯ ডিসেম্বর, ১৯৭১ সালে ফরিদপুরের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ হিরণ্য কুমার দত্ত
১৯৭১ সালের ২ জুন চট্রগ্রামের রণাঙ্গনে শহীদ হন।

৭/ মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাক
(আগরতলা ষড়যন্ত্র মামলার ১৪ নম্বর আসামী)
২০০৪ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।

এছাড়াও অগ্রযাত্রা’র পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উদ্দীপনামূলক “অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক -২০২২ ইং তুলে দেয়া হয় আরো ২৫ জনকে। অগ্রযাত্রা কর্মদীপ্ত পদকপ্রাপ্ত ২৫ জন হলেন-

 

১/ খায়রুল আলম
যুগ্ম সম্পাদক,
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

২/ আলী কদর পলাশ
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক এই আমার দেশ

৩/ শহীদুল আলম
সম্পাদক ও প্রকাশক , দৈনিক সময়ের সংবাদ

৪/ মোহাম্মদ মাসুদ
সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ

৫/ খালেদ সাইফুল্লাহ
সম্পাদক ও প্রকাশক-
দৈনিক ডিজিটাল সময়

৬/ সাঈদুর রহমান রিমন
সিনিয়র রিপোর্টার ও (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ),
দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

৭ / আমিনুল ইসলাম ফিরোজ
বরিশাল ব্যুরো প্রধানঃ এশিয়ান টেলিভিশন ,
চেয়ারপার্সন- বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট

৮/ গিরিধর দে
প্রতিষ্ঠাতা ও পরিচালক –
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

৯/ সীমান্ত সজল
বিশিষ্ট নাট্যনির্মাতা

১০/ জিল্লুর রহমান
তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা –
সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব

১১/ আসাদুজ্জামান নুর
স্টাফ রিপোর্টার
এশিয়ান টেলিভিশন

১২/ইমরানুল আজিম চৌধুরী
স্টাফ রিপোর্টার
এস এ টিভি

১৩/ জসিম উদ্দিন
কক্সবাজার জেলা প্রতিনিধি
দৈনিক যুগান্তর

১৪/ শাহরিয়ার নিশান
সম্পাদক – রাইজিং বিডি

১৫/ রিয়াজউদ্দিন জামী
সভাপতি-
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব
যুগ্ম সাধারণ সম্পাদক –
ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

১৬/ জাবেদ রহীম বিজন
সাধারণ সম্পাদক,
ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রেসক্লাব

১৭/ আলহাজ্ব মোঃ এনামুল হক মোল্লা
উদ্যোক্তা ও এমডি- এনাম ফিড মিলস লিমিটেড।

১৮/ রাজু হামিদ
সিনিয়র রিপোর্টার,
নাগরিক টেলিভিশন।

১৯ /এহসানুল হক রিপন
আশুগঞ্জ প্রতিনিধি –
বিজয় টিভি
২০/ মোহাম্মদ মাসুদ মিয়া
সরাইল প্রতিনিধি-
বিজয় টিভি।

২১/ জিহাদুর রহমান জিহাদ
প্রচার সম্পাদক,
ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

২২/ মোহাম্মদ ফারুক হোসেন
নির্বাহী সম্পাদক – দৈনিক সরেজমিন বার্তা।
২৩/ অলিউর রহমান চৌধুরী বকুল
সাবেক শ্রেষ্ঠ ও সফল চেয়ারম্যান –
ছাতক উপজেলা পরিষদ,সুনামগঞ্জ।

২৪/ আব্দুল রউফ
সাবেক সফল চেয়ারম্যান,মহেশপুর ইউনিয়ন পরিষদ,রায়পুরা, নরসিংদী।
২৫/ আফরিন জাহান নিহা,
ক্যাডেট সার্জেন্ট ও সেচ্ছাসেবী, বিএনসিসি,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
এছাড়া অগ্রযাত্রায় কর্মরত সেরা সংবাদকর্মীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে পদক তুলে দেয়া হয় এ আয়োজনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!