জাতীয় প্রেসক্লাব নির্বাচন

0 ২০৩

স্টাফ রিপোর্টারঃ বারবার যে হয়েছে বিজয়ী,একজন ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাবের ৬৬ বছরের ইতিহাস ঐতিহ্যে একজন সফল ও বিজয়ী নেতার নাম ফরিদা ইয়াসমিন।তবে তার এই বিজয় ও সফলতার পিছনে বার বার সার্বিক সহযোগীতা ও শক্তি যুগিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ ও সদস্যরা।তেমনি ফরিদা ইয়াসমিনের নিজস্ব কৌশলও কাজে লাগিয়ে বার বার ফোরাম নেতৃবৃন্দকে বিজয় এনে দিতে সক্ষম হয়েছেন।তেমনি ফোরাম নেতৃবৃন্দের সক্রিয় সহযোগীতা এবং সহায়তায় জাতীয় প্রেসক্লাবের ইতিহাসের প্রথম বারের মতো একজন মহিলা দু’বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সফল এই সাংবাদিক নেতা আসন্ন জাতীয় প্রেসক্লাব নির্বাচনে একজন মহিলা হয়ে প্রথম বারের মতো মুক্তিযুদ্ধের পক্ষের নিজ ফোরাম থেকে মনোনয়ন নিয়ে সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী।তিনি নির্বাচনে বিজয়ী হয়ে বিজয়ের মালা ফোরাম নেতৃবৃন্দকে উপহার দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী।তেমনি জাতীয় প্রেসক্লাবের নবীণ প্রবীণ সদস্যরাও তার এই আত্মবিশ্বাসকে সমর্থন করে অনেকেই মনে করেন,জাতীয় সংসদ একজন নারী স্পীকার সফল ভাবে পরিচালনা করে চলেছেন।তেমনি জাতীয় প্রেসক্লাবেও ফরিদা ইয়াসমিন সভাপতি নির্বাচিত হলে সফল ভাবে পরিচালনা করে ইতিহাস গড়তে পারবেন।

উল্লেখ,ফরিদা ইয়াসমিন” দৈনিক বাংলার বাণী হতে দৈনিক ইত্তেফাক “পত্রিকায় সাফল্যের সঙ্গেই সাংবাদিকতা করছেন।ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের পক্ষের ফোরামের মনোনয়ন পেয়ে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে তিন বার নির্বাচন করে তিন বারই বিজয়ী হয়েছেন।নিজ ফোরাম থেকেই মনোনয়ন পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিজয়ের মালা ফোরাম নেতৃবৃন্দকে দিয়েছেন।তেমনি দু’বার সাধারণ সম্পাদক পদেও নিজ ফোরাম থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিজয়ের মালা ফোরাম নেতৃবৃন্দকে এনে দিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের ঐতিহ্য সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন নানা প্রতিকুলতার মধ্যেও সফলতার মাধ্যমেই দায়িত্ব পালন করে চলেছেন।প্রত্যাশা করি ফরিদা ইয়াসমিনকে ফোরাম নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনিত করে মনোনয়ন দিবেন।সভাপতি পদেও ফরিদা ইয়াসমিন বিজয়ী হয়ে আরেকবার প্রথম বারের মতো একজন নারী ইতিহাস গড়বেন।এতে মাননীয় প্রধানমন্রী বঙ্গ কন্যা শেখ হাসিনা কর্তৃক নারীর ক্ষমতায়নে উল্লেখ যোগ্য আরো একটি ধাপ মজবুত করতে সাংবাদিক সমাজের মুক্তিযুদ্ধের পক্ষের ফোরাম নেতৃবৃন্দ সক্ষম হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!