জুনের মধ্যে সব ওয়ার্ডে এসটিএস নির্মাণ: তাপস

0 ১১১

চলতি বছরের জুনের মধ্যেই সব ওয়ার্ডে বর্জ্য রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন(এসটিএস)নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি)মেয়র শেখ ফজলে নূর তাপস।মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর মানিকনগর এলাকায় ডিএসসিসির ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ সিটির মেয়র বলেন,আজ আমাদের ৫০তম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো।বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান।আশা করছি,আগামী জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্পন্ন হবে।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত উদ্যোগের কথা জানিয়ে তাপস বলেন,‘আমরা নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও কেনার উদ্যোগ নিয়েছি।আশাবাদী এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিকরূপ পাবে।ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না,থাকবে না।আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারবো।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম,সচিব আকরামুজ্জামান,৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার,সাধারণ আসনের কাউন্সিলদের মধ্যে ৭ নম্বরের মো. সামছুল হুদা কাজল,৬ নম্বরের মো. সিরাজুল ইসলাম ভাট্টি,৫ নম্বরের চিত্তরঞ্জন দাস,সংরক্ষিত আসনের মাকসুদা শমসের প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!