জোরারগঞ্জে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার।

0 ৭০০,০০৬

চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানা এলাকায় রেজিস্ট্রেশনবিহীন,অবৈধ মালিকানাধীন ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় আজ সোমবার মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে বারইয়ারহাট পৌর এলাকায় এ বিশেষ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হয় এবং সংশ্লিষ্ট অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে অবৈধ যানবাহনের চলাচল হ্রাস করা।

এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল এবং জোরারগঞ্জ ট্রাফিক জোনের অফিসার ও ফোর্স বিশেষ চেকপোস্ট কার্যক্রমে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!