টেকনাফে ‘নগদকর্মী’ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।

0 ২০০,০৯৪

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় নগদকর্মী আবদুর রহমান(৩২)হত্যা মামলার এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।বুধবার(১৯ অক্টোবর)ভোরে টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে এ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি শওকত আলম(৩৮)টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপড়ার মৃত আলী আকবরের ছেলে এবং হত্যা মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি।বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১৫-এর সিনিয়র সহকারি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে থাকা আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।আবদুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে এবং নগদের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

তিনি জানান,এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই আবদুস শুক্কুর(২৮)বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন।এরপর র‍্যাব গোয়েন্দো নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আসামী শওকত আলমকে গ্রেফতার করে।তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!