ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ ” এ নিরাপদ সড়ক ব্যবহার” ট্রাফিক শৃঙ্খলা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

0 ৫০৬,৬৬৫

সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে বায়জীদ বোস্তামী থানা এলাকায় বালুছড়া আজ ২২মার্চ২০২৩ ইং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ ” এ নিরাপদ সড়ক ব্যবহার” এবং ট্রাফিক শৃঙ্খলা বিষয়ক সচেতনতা কর্মশালা পরিচালনা করা হয়।

উক্ত কর্মশালায় প্রায় ৫০০ শত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং শিক্ষনীয় ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবহার,রাস্তা পারাপারে জেব্রাক্রসিং/ফুট ওভারব্রিজ ব্যবহার, এবং ট্রাফিক আইন ও সাইন নিয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় সার্বিক পরিচালনায় নিয়োজিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক উত্তর)মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কর্নেল(অবঃ)আবু নাসের মোঃ তোহা অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে মোঃ কামাল হোসেন টিআই(প্রশাসন)ট্রাফিক-উত্তর,টিআই(বায়েজিদ)মোঃ আলমগীর হোসেন,টিআই(মোহরা)মোঃ রেজাউল করিম খান,টিআই(প্রবর্তক) বিপুল পাল,এবং স্কুল কর্তৃপক্ষের অন্যান্য শিক্ষক মন্ডলী এবং নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!