ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরীর গণসম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

0 ৬৮৮,০৪৮

স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর নবনির্বাচিত সভাপতি সন্দ্বীপের গর্ব ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরীর গণসম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।চট্টগ্রাম নগরীর হালিশহর গ্রান্ড তাসফিয়া কনভেনশন হলে আজ সন্ধ্যা সাতটায় এই গণসম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক জাতীয় পরিষদ সদস্য এডভোকেট আনোয়ারুল কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খান,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন,সাবেক সন্দ্বীপ পৌর মেয়র জাফর উল্ল্যাহ টিটু,সন্দ্বীপ আমানউল্লাহর সাবেক ইউপি চেয়ারম্যান সাহাদাত চৌধুরী,সন্তোষপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়াসহ আরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামাস্থ সন্দ্বীপবাসীর উপস্থিতি ছিলো দেখার মতো।চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে মিছিল নিয়ে গণসম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়।হালিশহর “এ” ব্লক থেকে সন্দ্বীপ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে,সন্দ্বীপ মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের নেতৃত্বে,সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্ল্যাহ টিটুর নেতৃত্বে এবং আকবর শাহ থেকে মিছিল নিয়ে আসেন নেত্রীবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন,আমি চেষ্টা করবো সন্দ্বীপের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করতে।আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি হয়ে যদি সন্দ্বীপবাসীর কোন কাজে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!