তামিম,মুশফিক ও আশরাফুল খেলবেন একই দলে।

0 ১৩৪

জাতীয় ক্রিকেট লিগ শেষ হওয়ার পর এবার দেশের ঘরোয়া ক্রিকেটে পরবর্তী টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চার দলের অংশগ্রহণে একাধারে প্রথম শ্রেণি ও লিস্ট এ ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১০ ডিসেম্বর।সে লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট।

যেখানে নিজেদের পছন্দমতো খেলোয়াড় বেছে নিয়েছে অংশগ্রহণকারী চার দল বিসিবি সাউথ জোন, বিসিবি নর্থ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন। জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, তারকা ব্যাটার মুশফিকুর রহিম- সবাই একসঙ্গে রয়েছেন ইসলামি ব্যাংক ইস্ট জোনে।

এছাড়া আফিফ হোসেন ধ্রুব,ইমরুল কায়েস, ইয়াসির আলি রাব্বি,মোহাম্মদ আশরাফুলরাও রয়েছেন এই দলের।চার দল নিয়ে হতে যাওয়া এবারের বিসিএলটি মাল্টি ফরম্যাট টুর্নামেন্ট। অর্থাৎ এক রাউন্ড চারদিনের ম্যাচ খেলা হওয়ার পর আরেক রাউন্ড হবে লিস্ট এ ফরম্যাটে।এভাবে সব দল তিনটি করে লিস্ট এ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলবে।

ইসলামি ব্যাংক ইস্ট জোনঃ রিটেইন্ড-তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, নাইম হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পিকড- মোহাম্মদ নাইম শেখ, তানভীর ইসলাম, শাহাদত হোসেন দিপু, ইরফান শুক্কুর, মোহাম্মদ এনামুল হক,রনি তালুকদার, রুয়েল মিয়া, মোহাম্মদ ইফরান হোসেন, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, প্রীতম কুমার, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আসাদুজ্জামান পায়েল, নাদিফ চৌধুরী, মুশফিকুর রহিম ও রেজাউর রহমান রাজা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!