দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের রেমিট্যান্স যোদ্ধা আরিফ নিহত।

0 ২২৯

নোয়াখালী প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকার জোহানর্সবার্গের লেলেসিয়া নামক জায়গায় স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে মোঃ আরিফ ভূঁইয়া(২৪) নামে নোয়াখালীর সেনবাগের এক যুবক ও রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। নিহত আরিফের বাড়ি সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে দ্রুত হাসপাতালে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ দক্ষিণ গোরকাটা মিন্নত আলী ভূঁইয়া বাড়ির আবদুল বারিক ভূঁইয়ার ছেলে, ৩ ভাই ও ২ বোনের মধ্যে আরিফ সবার ছোট। গত ৬ বছর পূর্বে সে জীবিকার তাগিদে ও সংসারে সুখ ফিরিয়ে আনার লক্ষে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। নিহতের বাড়িতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সূচনা মিলে- মা,ভাই-বোন ও আত্মীয় স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। নিহতের বড় ভাই জানায়,আমার ছোট ভাই মোঃ আরিফ ভূইঁয়ার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং অতিদ্রুত লাশ আনার চেষ্টা চালাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!