দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পে ৫০০ কম্বল বিতরণ

0 ৮৭৫,৫০৮

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৫০০ টি কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে সন্দ্বীপের সর্ব উত্তরে বেড়িবাঁধের বাইরের অবস্থিত দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা কম্বল গুলো বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আকতারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, অধ্যক্ষ কামরুল হাসান, সাংবাদিক ইলিয়াস সুমন, সাংবাদিক রিয়াদুল মামুন সোহাগ, দীর্ঘাপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফুলমিয়া, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিফাত রহমান প্রমুখ।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা জানান, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভার অসহায় শীতার্ত মানুষের জন্য ২ হাজার ১০০ টি কম্বল এসেছে। শীতার্ত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!