দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙ্গে বন্যার পানিতে প্লাবিত রামগতি ও কমলনগর

0 ২৯৭

মোহাম্মদ রাকিবঃ লক্ষ্মীপুরে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে রামগতি ও কমলনগর উপজেলা,মেঘনার পার্শবর্তী এলাকায় বন্যার পানিতে গৃহবন্দী হয়েছে প্রায় কয়েক শতাধিক মানুষ,রামগতি চর আলেকজান্ডার ইউনিয়ন,বড়খেড়ী ইউনিয়ন ও চর গাজি ইউনিয়ন।

কমলনগর মেঘনার পাড়ে কালকিনি,সাহেবের হাট,চর লরেঞ্চ,চর মাটিন,চর ফলবান,পাটোয়ারীর হাট।এই ইউনিয়ন গুলোতে প্রায় শতাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে,নষ্ট হয়ে গেছে তাদের ফসলি জমিন, বসত ভিটা,মাছ ও মুগীর খারাম। সর্ব হারা হয়ে গেছে অনেক পরিবার।

পানি ডুকে গেছে স্কুল ও মাদ্রাসা গুলোতে ও।কমলনগরে বেরীবাঁধ না থাকার কারণে খুব সহজে বন্যার পানি ডুকে পড়ে এই গ্রাম গুলাতে।বন্যার পানিতে সব কিছু ডুবে যাওয়াতে তাদের থাকা খাওয়া সমস্যা হচ্ছে। তাই তারা তাদের দুর্বোগ কমাতে বেরীবাঁধটা করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!