দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান গোলজার মোহাম্মদ এর শোডাউনের গাড়ি বহরে হামলা।

0 ১৪৬

রাসেদুল হাসানঃ লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়ন ৪র্থ ধাপে নির্বাচনকে সামনে রেখে বিশাল এক গনসংযোগ করেন দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান গোলজার মোহাম্মদ।পুরো ইউনিয়ন শান্তিপূর্ণ ভাবে শোডাউন করে এসে বসুর হাট বাজারে ডুকার সাথে সাথে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার কর্মীরা গাড়ি বহরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন আমার গাড়ি বহরে হামলা চালিয়ে দুইটি সি,এন,জি ভাংচুর করে ও আমার কর্মীদের উপর মারধর শুরু করে।অতর্কিত এই হামলায় আমার তিনজন কর্মী আহত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকুর নেতৃত্বে মোরশেদ বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন গোলজার মোহাম্মদ।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে ফজলুল হকের নেতৃত্বে ইন্সপেক্টর মফিজ উদ্দীন, এস আই মোস্তফা,এস আই আলমগীর সহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সকল প্রকার সভা- সমাবেশ বন্ধ করে দেন।

দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান গোলজার মোহাম্মদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি এ হামলার নিন্দা জানাই ও বিচার চাই।প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ বিষয় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে ফজলুল হকের সাথে কথা বললে তিনি বলেন আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ আসলে ব্যবস্থা নিবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!