দুবাইয়ের সড়কে চট্টগ্রামের তরুণের লাশ

0 ১৬৭

আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ(২৮)নামের এক যুবকের মমান্তিক মৃত্যু হয়েছে।ফরহাদ চট্টগ্রামের রাউজান উপজেলার ৪ নম্বর গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে।দুই ভাই ও দুই বোনের মধ্যে ফরহাদ তৃতীয়।

বৃহস্পতিবার(৪ নভেম্বর)দুবাই ড্রাগন মার্ট চায়না মার্কেট ২ এর সামনে সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।আগামী মাসে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল ফরহাদের।মাকে বলেছিলেন মেয়ে দেখতে।আত্মীয়-স্বজনরাও কয়েকটি মেয়ের খোঁজ নিয়ে রেখেছিলেন।কিন্তু সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ফরহাদের আর বিয়ে করা হল না।ইমতিয়াজ উদ্দীন ফরহাদ ২০১১ সালে দুবাই আল-আবির যান।

ইন্টারন্যাশনাল সিটির ইতালি ইউ ইলেভেন বিল্ডিংয়ে তিনি থাকতেন।গত মাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরি করলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্রাগন মার্টের সম্রাট ফুডস্টাফ ট্রেডিংয়ে কর্মরত ছিলেন।বর্তমানে তার মরদেহ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!