দ্বীপাঞ্চল হাতিয়ার মহৎ উদ্যোগ,বাংলাদেশ কুটির,ঘর পেলো অসহায় এক পরিবার

0 ১৭১

এম এ মোজাহিদ বিল্লাহঃ দ্বীপাঞ্চল হাতিয়ার মহৎ উদ্যোগ,বাংলাদেশ কুটির,ঘর পেলো অসহায় এক পরিবার।হ্যাঁ আমাদের জন্মভূমি দ্বীপ হাতিয়াতেই এমন অসংখ্য গৃহহীন,অসহায়,হতদরিদ্র মানুষ আছে যারা স্রেফ দু ‘বেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খেয়ে যায়,সেখানে একটা ঘর করা এদের কাছে দিবাস্বপ্ন ছাড়া কিছুই নই।

হ্যাঁ আমরা দ্বীপাঞ্চল হাতিয়া পরিবার এই অসহায় মানুষগুলো ভেতরের দুঃখ কস্ট আর না পাওয়ার বেদনাগুলো হৃদয় দিয়ে অনুভব করি।এদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বোচ্চটা উঝাড় করে দিই। হতদরিদ্র এই মানুষগুলোর হাসিতে,গৃহহীন এই মানুষগুলোর স্বস্তিতেই দ্বীপাঞ্চল হাতিয়া পরিবারের আনন্দ।

মানবিক এই প্রকল্পটি বাস্তবায়ন করতে যে সকল সূর্য সন্তানরা আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের সবাইকে দ্বীপাঞ্চল হাতিয়া পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।বিশেষ করে আমিরুল মোমিন বাবলু ফাউন্ডেশন এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন আমরা কৃতজ্ঞ।

প্রিয় জন্মস্থানের প্রতিটি নিপীড়িত মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে এভাবেই নিরলসভাবে কাজ করে যাবে দ্বীপাঞ্চল হাতিয়া পবিবার।সত্য, সুন্দর ও কল্যাণের এই পথচলাতে মহান রব নিশ্চয়ই আমাদের সহায় হবেন।

প্রোগ্রামে উপস্থিত সকল মানবিক সূর্যসন্তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল।আমাদের খুচরা পয়সা গুলো জড়ো করলে একটা করে অসহায় মানুষের বাসস্হান হয়ে যায়।ঘরটি উদ্বোধন করেন হাতিয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর দ্বীপাঞ্চল হাতিয়ার সম্মানিত এডমিন জনাব নইম শামীম সাহেব।আরো উপস্থিত ছিলেন গণ্য ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!