নববর্ষে ওড়ানো ফানুসে রাজধানীর ১০ স্থানে আগুন

0 ৯৮

ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস ও আতশবাজিতে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

আগুনের ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, যাত্রাবাড়ীর মাতুয়াইল ছাড়াও আরও একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে। এরমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রুটের একটি বড় আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেখানে আমাদের দুইটি ইউনিট রওনা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!