নবীনগর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য বিদ্যাপীঠ (কলেজ) শুভ উদ্বোধন ও আলোচনা সভা অসুষ্ঠিত।

0 ১৮৩

হেবজুল বাহার: ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য বিদ্যাপীঠ (কলেজ)১৪ নভেম্বর শনিবার দুপুরে আনন্দ ঘন উৎস মুহ পরিবেশে যাক-যমক পুর্ণ ভাবে এলাকাবাসির শতষ্ফুত উপস্থিততে শত বছরের লালিত স্বপ্ন দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য বিদ্যাপীঠ (কলেজ)আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অসুষ্ঠিত হয়েছে।দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য বিদ্যাপীঠ (কলেজ) এর প্রতিষ্টাতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিটঘর রাধানাত উচ্চ বিদ্যালয়ের সভাপতি,মহিউদ্দিন (অপুর) সভাপতিত্বে।

উক্ত কলেজের প্রিন্সিপাল মস্তুুফা কামালের সঞ্চালনায়,উদ্বোধনী অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা মাননীয় সংসদ সদস্য তথ্য মন্ত্রনালয় বিষয়ক স্হায়ী কমিটির সদস্য শান্তির অগ্রদুত এবাদুল করিম বুলবুল।তিনি তার বক্তব্য বলেন বর্তমার সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী বাস্তবায়ন করেছে।সরকারের শিক্ষার বান্ধব নীতির কারনে সারা দেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।বিটঘর গ্রামে যে কলেজ যাত্রা শুরু করছেন এতে এলাকার শিক্ষার মান ব্যাপক উন্নয়নতি ঘটবে।এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হয়ে শত বছরের লালিত স্বপ্ন পুরন হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবীনগর উপজেলা আওয়ামীলীগের সফল সভাপতি মাটি ও মানুষের নেতা মোঃ ফয়জুর রহমান(বাদল),উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এ হালিম,উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,জেলা পরিষদ সদস্য মোঃ বুরহান উদ্দিন (নসু),উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলি রহমান উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মস্তুফা জামান,উপজেলা আওয়ামীলীগ শ্রমবিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ,বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজ্বী মোঃ আবুল হোসেন,কাইতলা দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী ,শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন সরকার,বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি এনাম সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ সেচ্ছাসেবকলীগ ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!