নরসিংদীতে বৃষ্টিতে যাত্রী নেই রাস্তায়,চালকদের হাহাকার।

0 ৭৯

নরসিংদী জেলা প্রতিনিধিঃ প্রতিবেদ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব ও বৃষ্টির কারনে অটো চালকদের চাহিদা কমে গেছে। নরসিংদীর ঘোড়াশাল বাসস্ট্যান্ডে ও বাজারে শতশত অটো চালকরা অপেক্ষা করলেও কেও তাদের অটোতে উঠছেনা। ফলে অনেক কষ্টে দিনটা কাটবে তাদের।সরেজমিনে গিয়ে দেখা যায়, পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালানোর জন্য জড়ো হয়েছে বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ডে। কিন্তু পথচারীদের দেখা নেই। ফলে সারাদিন অপেক্ষা করে ফিরে যেতে হয় তাদের।

রায়পুরা থেকে আসা মিজানুর রহমান জানান, প্রায় ১৫ বছর যাবত বাংলাদেশ জুট মিলে চাকছি কিন্তু হটাৎ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় আমি অটো রিক্সা চালাই । কিন্তু বৃষ্টির কারনে অটো নিয়ে বের হলেও যাত্রীর অভাবে বসে আছি। হটাৎ বৃষ্টি হওয়ার কারনে খুব কষ্টে আছি।

গতকাল বিকেল থেকে শুর হয়েছে ঘুরিঘুরি বৃষ্টি। আজকে আবহাওযা খুবই খারাপ তাই অটোরিকশা নিয়ে বের হলেও নেই কোনো যাত্রী। দুই ছেলে মেয়ে ও আমরা দুইজন মোট চার জনের সংসার অভাবে দিন পাত কাটছে। তাই বৃষ্টির মধ্যেও অটোরিকশা নিয়ে বেরিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!