নারায়নপুর হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর রেশ না কাটতেই আবারও এক মায়ের মৃত্যু

0 ২৯৮

শাহাদাত হোসেন আনোয়ারঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত নারায়নপুর টাওয়ার হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অদক্ষতায় গত ১২জুলাই নবজাতক শিশুর মৃত্যু ঘটে বলে অভিযোগ শিশুর বাবা সহ পরিবারের। এ ঘটনার রেশ না কাটতেই মায়ের গর্ভে মৃত্যু শিশুর জোর পূর্বক নরমাল ডেলিভারি করতে গিয়ে প্রসুতি মায়ের মৃত্যু।

১৬জুলাই রাত ৩টায় নারায়ণপুর টাওয়ার হাসপাতালে ভর্তি করানো হয় নুরুন্নাহার মনি (২৭) নামে এক গর্ভবতী নারীকে হসপিটালের চিকিৎসকরা বলেন মায়ের গর্ভের শিশু মৃত্যু এবং এই সন্তান কে সিজারিয়ান অপারেশন করে মায়ের গর্ভ থেকে বের করতে হবে রুগির ঐ হাসপাতালে অপারেশন করার মতো অভিজ্ঞ চিকিৎসক না থাকার কারণে অদক্ষ চিকিৎসক ও নার্স দ্বারা জোরপূর্বক নরমাল ডেলিভারি করে বাচ্চা প্রসব করতে গেলে গর্ভবতী মায়ের মৃত্যু হয়।

ভুল চিকিৎসায় মৃত্যু নূরুন্নাহার মনির মামা আবুল কালাম বলেন, গত ২দিন আগে আমার ভাগ্নি মনিকে নারায়ণপুর টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন গর্ভের ভিতরেই বাচ্চা মারা গেছে আমরা তাকে চাঁদপুর নিয়ে আল্ট্রাসনোগ্রাম করালে তারাও বলেন শিশু গর্ভে মারা গেছে পরে তাকে বাচ্চা প্রসব করানোর জন্য আবার নারায়ণপুর টাওয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করালে সিজারিয়ান অপারেশন না করে নরমাল ডেলিভারি করানোর জন্য জোরপূর্বক চাপাচাপি করে ডেলিভারি করার কারণে আমার ভাগ্নির মৃত্যু ঘটে এরপর আমরা কান্নাকাটি করে হাসপাতাল কতৃপক্ষের কাছে জানতে চাইলে একপর্যায়ে তাদের সাথে তর্কবিতর্ক সৃষ্টি হলে নারায়ণপুর বাজার কমিটির সভাপতি স্বপন মজুমদার সহ এলাকার গন্য মান্য ব্যক্তিরা বলেন আগে মৃত্যু ব্যক্তির দাফন কাজ সম্পূর্ণ করেন পরে আমরা সামাজিক ভাবে একটা সমাধান করবো সেজন্য আমরা দাফন কাজ সম্পূর্ণ করলাম এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নারায়ণপুর বাজার সমিতির সভাপতি জনাব স্বপন মজুমদার বলেন, আমরা শুনেছি টাওয়ার হাসপাতালে ২দিন আগে গর্ভবতী নারী’কে আনা হয়ে ছিল পরে চেক-আপ করে দেখে গর্ভের শিশু মৃত্যু পরে বাড়িতে নিয়ে যায় আবার ২দিন পরে হাসপাতালে আনলে নার্ভ পঁচে যাওয়ার কারণে বাচ্চা প্রসব করার সময় রক্তক্ষরণ বেশি হওয়ার কারণে মায়ের মৃত্যু ঘটে এবং সকলে বলার কারণে আমি বলেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা সামাজিক ভাবে সমাধান করবো।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি এ ব্যাপারে রুগির লোক আমাদের কাছে কোন প্রকার অভিযোগ করেনি বরং তারা লিখিত দিয়েছে কোন প্রকার অভিযোগ করবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!