নিরাপদ দুরত্বে নতুন টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে সন্দ্বীপের কালাপানিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ।

0 ৮৭৫,৪৭৩

সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের পশ্চিম অংশে প্রস্তাবিত নতুন বেড়ি ‘ র স্থান পরিবর্তনের দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়।১ ফেব্রুয়ারী,সকাল ১১টায় সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিজস্ব পৈতৃক ভূমি রক্ষা কমিটির ব্যানারে কয়েক ‘ শ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সন্দ্বীপ নদী সিকস্তি পূনর্বাসন কমিটির
সাধারণ সম্পাদক আজমত আলী বাহাদুর,সন্দ্বীপ
উপজেলা জাসাস এর আহবায়ক মাস্টার আকবর
হোসেন,সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন,ওমর ফারুক দুলাল,সফিউল আলম চৌধুরী,কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক
ফয়সাল,আশিক ইলাহি তাজবি,মাওলানা নাজিম উদ্দীন,মাওলানা একরাম,মাহবুবুল কবির কানন,
সফিকুল ইসলাম লিংকন,নুরুদ্দিন ফয়সাল প্রমুখ।

বক্তারা বলেন – আজ থেকে ৪০/৪৫ বছর পূর্বে আমাদের বাপ-দাদার বসতভিটা,জমিজমা সব নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়,কিন্তি নিয়তির ভাঙা-গড়ার খেলায় আবার স্বল্পসময়ের ব্যাবধানে পুনরায় সন্দ্বীপ লাগোয়া নতুন চর জেগে ওঠলে এলাকার মানুষের মাঝে খুশির বন্যা বয়ে যায়।কিন্তু এরই মধ্যে প্রায় ৪০০ বছরের পুরোনো ঈদ গা,কালাপানিয়া বড় দিঘি,সন্দ্বীপের সাবেক এমপি মরহুম রফিকউল্লাহ চৌধুরীর পৈতৃক জমিদার বাড়ী ও বাড়ীর সম্মুখস্ত মোগল স্থাপত্য নকশায় নির্মিত অতি প্রচীন মসজিদ,হাট-বাজার,রাস্তা-ঘাট,শত-শত ঘর-বাড়ি,জায়গা-জমি নদী গর্ভে বিলিন হয়ে গিয়েছিলো।

অথচ,নতুন চর জেগে ওঠায় এবং বর্তমান বেড়ীর বাহিরে কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদরাসা,
চৌধুরী বিদ্যা নিকেতন,দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালাপানিয়া দিঘি সহ অনেক ঘর-বাড়ি,চাষযোগ্য জমি রক্ষায় আজ এলাকাবাসী
মাঠে নেমেছে মানববন্ধন করছে প্রতিবাদ বিক্ষোভ করছে।তাদের একমাত্র দাবী বর্তমান বেড়ি থেকে
মাত্র ২০০ গজ দুরত্বে নতুন বেড়ীবাঁধ নির্মাণ নয়, কমপক্ষে আধা মাইল দূরে নতুন টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করতে হবে।যা ১৯৯৬ বিএনপি আমলে কালাপানিয়াবাসীর জান-মাল,সহায় সম্পত্তি ‘ র নিরাপত্তা বিধানে বেড়িবাঁধ নির্মানে যে জায়গা একোয়ার করেছিলো ঠিক সেখানেই নতুন বেড়ীবাঁধ নির্মাণ করতে হবে।নচেৎ এলাকাবাসী কর্তৃপক্ষের একগুয়েমি ও খামখেয়ালিপনামুলক ভাবে প্রস্তাবিত
নতুন বেড়িবাঁধ নির্মাণ করতে দেবে না।প্রয়োজনে এর
জন্য আরো কঠোর কর্মসূচি দেবে ভূমি রক্ষা কমিটি।
নেতৃবৃন্দ আশা করেন -সন্দ্বীপ উপজেলা প্রশাসন সহ ওয়াপদা কর্তৃপক্ষের ঘুম ভাঙবে এবং চোখ খুলবে। তারা এ ব্যাপারে সন্দ্বীপের রাজনৈতিক নেতৃবৃন্দ ও
অন্তর্বর্তী সরকারের মাননীয় জ্বালানি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এর আশু
হস্তক্ষেপ কামনার্থে বিভিন্ন দফতরে ইতোমধ্যেই স্বারকলিপি পাঠিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!