নির্বাচনী আচরণ বিধি অমান্য করে যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে সন্দ্বীপে ৫ জনকে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত।

0 ৩০০,২৭৫

নির্বাচনী আচরণ বিধি অমান্য করে যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে সন্দ্বীপে ৫ জনকে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত।

৩০শে জুলাই আসন্ন দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত নির্বাচনে আচরণ বিধি অমান্যের অপরাধে এর আগেও ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন কিছু প্রার্থীকে।আজও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন।

দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরন বিধি অমান্য করে যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ইউনিয়ন পরিষদ(নির্বাচন আচরন)বিধিমালা(২০১৬) এর ৩১ বিধি অনুযায়ী ০৭,০৮,০৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার প্রার্থী আয়েশা বেগমের প্রতিনিধি লিটনকে দুই হাজার(২,০০০)টাকা ও তাহমিনা বেগমের প্রতিনিধি আকবর হোসেনকে পাঁচ শত(৫০০)টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাচনী আচরণ বিধি অমান্য করে যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জসিমকে দুই হাজার(২০০০)টাকা,৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার প্রার্থী মনজুরা বেগমকে পাঁচ শত(৫০০)টাকা এবং ০৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী দুলালকে ৫০০টাকা অর্থদণ্ড প্রদান করেন।মোট পাঁচটি টি মামলায় পাঁচজন অভিযুক্তকে পাঁচ হাজার পাঁচ শত(৫৫০০)টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় তিনি সকল প্রার্থী এবং তাদের প্রতিনিধিকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!