নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

0 ৩০০,০৬৯

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি ‍পুলিশিং ডে-২০২২ উদ্‌যাপন করা হয়েছে।

নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে কমিউনিটি পুলিশিং ডে-র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন,কমিউনিটি পুলিশিং জেলা কমিটির
সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো.শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।

সভায়,নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেছেন,আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে এবং করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!