পছন্দ না হলে গুলি করুন, নইলে আমার মাথা কেটে নিনঃ মমতা

0 ১৮৬

সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এর মধ্যেই বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ-অবরোধ। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তার সরকারি বাসভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘আমরা সাধ্যমতো
কাজ করছি। আমি ও আমার টিম কেউ ৩ দিন ঘুমাইনি। দিন-রাত এক করে কাজ করছি।’
‘সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। নইলে আমার মাথা কেটে নিন।’

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বুধবার ঝড়ের পর থেকে আলোহীন যে বিরাট সংখ্যক মানুষ শনিবার রাত পর্যন্তও কোনো সুরাহা পাননি, তার দায়ও মুখ্যমন্ত্রী অনেকটা চাপিয়ে দেন কলকাতা বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের (সিইএসসি) ওপর।
তার কথা, ‘বৃহস্পতিবার থেকে আমি নিজে কথাবার্তা চালাচ্ছি। সঞ্জীব গোয়েন্কার সঙ্গে নিজে কথা বলেছি। কাজের লোক কম হয়ে গিয়েছে। করোনার কারণে অনেকে ছুটিতে। আর ২০-৩০ % লোক নিয়ে কাজ করতে হচ্ছে। তবে বলেছি, কোনো কথা শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব, বিদ্যুৎ সংযোগ ফেরাতে হবে।’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের একাংশ ‘মানুষকে উত্যক্ত করছে’ আর ‘সংবাদমাধ্য়মের একাংশ সেটা বড় করে’ দেখাচ্ছে। বিরোধীদের উদ্দেশে তার বার্তা, ‘শান্ত থাকুন। ক্ষান্ত দিন।’ সূত্র: এই সময়, আনন্দবাজার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!