পটিয়ায় আমির ভান্ডারের পীরের হাত ধরে তিন উপজাতির মুসলমান ধর্ম গ্রহণ

0 ২৬৩

সেলিম চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের পীর শাহসূফী সৈয়দ মাওলানা আমির উদ্দীন আমিরীর হাত ধরে তিন উপজাতি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন।জানা গেছে,গত ২৮ জুলাই পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে হযরত আমিরুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়দ আমিরজ্জমান( ক.)’র রওজা শরীফে বাদে যোহর নামাযের পর ২ জন উপজাতি চাকমা ধর্ম পরিবর্তন করে মুসলমান ধম গ্রহণ করেন।

ইসলাম ধর্মের বিধি বিধান অনুযায়ি তাদেরকে পবিত্র কলিমা পড়ানো হয়।আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া আমিরিয়া খলিল মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ আমির উদ্দীন শাহ আমিরভাণ্ডারী (ম জি আ) এক জনের নাম খাগড়াছড়ী জেলা সদর

এলাকার সুপ্রিয় চাকমা বর্তমান নাম মুহাম্মাদ ওসমান গনি ও খাগড়াছড়ি সদর জেলার দীঘিনালা এলাকার  রাজেস চাকমা বর্তমান নাম মুহাম্মদ আলী নতুন নাম ধারণ করেন।তারা চট্টগ্রাম সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রট এর মাধ্যমে এভিডেভিট করে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেন।এ বিষয়ে আমির ভান্ডার দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ আমির উদ্দীন আমিরী জানান,তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় তাদেরকে যাবতীয় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

আমির ভান্ডার দরবার শরীফের ভক্ত বশর জিলানী বলেন,তারা দুইজন আজ থেকে আমার ধর্মের ভাই তাদের বিপদ আপদ অভাব অভিযোগের বিষয়টি আমরা দরবার শরীফের পক্ষ থেকে ভক্তরা দেখা শুনা করব।পারিবারিক জীবনে যাতে তারা সূখি হয় আমরা তাদের সহযোগিতা করে যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!