পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচে থার্টি ফার্স্ট নাইট ও নব বর্ষ উদযাপন নিষেধাজ্ঞা

0 ১৪৮

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ইংরেজী বর্ষ বিদায় ও ২০২২ বর্ষ বরণ উদযাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি

করা হয়েছে।

চট্টগ্রাম সিটির সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে নাগরিকদের ১৬ নিদের্শনা মানতে হব। এগুলো হল- রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না; থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে অনুমোদিত স্থানে আয়োজিত সভা, সমাবেশ ও ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; উন্মুক্ত স্থানে নব বর্ষ উদযাপন উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন বা
সমাবেশ বা নাচ, গান ও কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না; কোথাও কোন ধরনের আতশবাজি/পটকা ফোটানো যাবে না। কোন ভবনের ছাদে
আতশবাজি/পটকা ফোটানো হলে ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে; শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে পর দিন সকাল দশটা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না; শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা হতে পর দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইসেন্সকৃত সব বার ও মদের দোকান বন্ধ থাকবে; উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না কিংবা জয়রাইড, বেপরোয়া গতিতে গাড়ী বা মোটরবাইক চালানো যাবে না; আনন্দ উদযাপনের মধ্যে সমাজ ও সংস্কৃতিতে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে; মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে; সব অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে ও নারীদের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে; নৈতিক মূল্যবোধ পরিপন্থী কাজ থেকে বিরত থাকতে হবে; অশোভণ আচরণ ও বে-আইনী কার্যকলাপ হতে বিরত থাকতে হবে; হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া দেয়া যাবে না; জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না; শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত দশটার পর সব ফার্স্ট ফুডের দোকানসহ মার্কেট বন্ধ রাখতে হবে এবং নব বর্ষের প্রাক্কালে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল চারটা থেকে শনিবার (১ জানুয়ারি) সকাল দশটা পর্যন্ত সব প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

এসব নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সিএমপি। এছাড়া যে কোন গুরুত্বপূর্ণ ঘটনা/দুর্ঘটনা তাৎক্ষনিক সিএমপির পুলিশ
কন্ট্রোল রুম ফোন নম্বর- ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,
০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ জানাতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!