পদ্মা,সেতু আগেই চলে গেলো আর বেঁচে রইলো স্বপ্ন।

0 ৩০০,১৭৪

দিনাজপুরের বিরামপুরে একসঙ্গে জন্ম নেওয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামের তিন কন্যা শিশুর মধ্যে পদ্মার মৃত্যুর একদিনের মাথায় মারা গেছে সেতু।তবে সুস্থ আছে স্বপ্ন নামের অপর শিশুটি।

শিশুটির পিতা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের জাহিদুল ইসলাম জানান,শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল।হঠাৎ আজ সেতুও মারা গেছে।

স্বজনরা জানান,গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম।নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন,পদ্মা ও সেতু।সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পরিমল কুমার সরকার জানিয়েছিলেন, ‘গতকাল(শনিবার)পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জানতে পারি।পরে সেতু ও স্বপ্ন নামের শিশু দুটিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!