ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি শর্টগান, ০২ টি পাইপগান, ০৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭

0 ১১৩
ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি শর্টগান, ০২ টি পাইপগান, ০৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।র‌্যাব-৭, চট্টগ্রাম জনৈক মীর মোহাম্মদ এর মোবাইল ফোনের সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ভূমি রেজিষ্ট্রার নতুন অফিসের পার্শ্বে নূরজাহান এন্টারপ্রাইজ নামক দোকানের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ মে ২০২১ ইং তারিখ ২০১০ ঘটিকায় র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে সংবাদদাতা মীর মোহাম্মদ এর দেখানো মতে তার ভাই নজরুল ইসলামের নূরজাহান এন্টারপ্রাইজ নামক দোকানের ভিতর সিলিং এর উপরে হতে ০১ টি শর্টগান,০২ টি পাইপগান,০৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত সংক্রান্তে এবং সংবাদদাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসমাঞ্জসতা পরিলক্ষিত হওয়ায় আসামী মীর মোহাম্মদ @ স্বপন (দলিল লেখক) (৪০) পিতা- আবু বক্কর সিদ্দিক,মাতা- মৃত নূরজাহান,সাং- মজলিশপুর,থানা ও জেলা- ফেনীকে আটক করে।
পরবর্তীতে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সে জানায় যে, তার ভাই নজরুল ইসলাম এর সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে তার ভাই নজরুল ইসলামের অনুপস্থিতে বিশেষ কৌশলে উপরে বর্ণিত দোকানের ভিতর সিলিং এর উপর উদ্ধারকৃত আলামত রেখে দেয়।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!