বাংলাদেশসহ ১৩ দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ভারত।

0 ৭৬

হাফিজুর রহমান: গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা একজনের কোভিড শনাক্ত হয়।দক্ষিণ আফ্রিকা ও এর প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে কোভিডের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন।এরই জেরে বিশ্বের দেশগুলো নতুন করে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন এক বিধিমালায় বাংলাদেশসহ বৃটেন,সমগ্র ইউরোপ,দক্ষিণ আফ্রিকা,ব্রাজিল,বতসোয়ানা,চীন,মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে,সিঙ্গাপুর,হংকং এবং ইসরাইলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।এর ফলে তালিকায় থাকা দেশগুলো থেকে ভারতে যাওয়া বা এসব দেশে ট্রানজিটে অবস্থান করা ভ্রমণকারীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই ভ্রমণকারীরা বিমানবন্দর ছাড়তে পারবেন।অন্য কোনো কানেক্টিং ফ্লাইট ধরার আগেও পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।অপরদিকে ভ্রমণকারীদের করোনার ফল পজিটিভ আসলে তাদের আইসোলেশনে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!