বাজারের ব্যাগ যে রিকশাচালক বাড়িতে পৌঁছে দিয়েছেন তার কাছে আমরা ঋণী বললেন উপসচিব

0 ২৯৭

মীর জুবায়ের আলমঃ চুনারুঘাট অনুশীলন শিক্ষা,সামাজিক ও সেবামূলক সংগঠনের পক্ষ থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব ও অনুশীলন এর অন্যতম উপদেষ্টা,চুনারুঘাটের কৃতি সন্তান জনাব মোস্তাফা মোর্শেদকে সংবর্ধনা প্রদান করা হয়।আজ বেলা ১১.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হল রুমে অনুষ্ঠিত হয়।চুনারুঘাটের প্রতিষ্টিত সামাজিক সংগঠন অনুশীলন( শিক্ষা,সামাজিক ও সেবামূলক প্রয়াস)।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ডাঃ এ আর চৌধুরী রাহি এবং সঞ্চালনা করেন সায়েম তালুকদার।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মুক্তাদির কিশান চৌধুরী,তিন নং দেওরগাছের সম্ভাব্য চেয়ারম্যান রোমন ফরাজি,পৌর যুবলীগের আহব্বায়ক এডভোকেট নাজমুল হোসেন বকুল,সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্চু,চুনারুঘাট পোস্ট অফিসের প্রধান মিজানুর রহমান,ইউ সি ব্যাংকের ম্যানেজার রাসেল সহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান বক্তা মোস্তাফা মোর্শেদ তাঁর বক্তৃতার এক পর্যায়ে বলেন,আমি চুনারুঘাটের সন্তান।আমাদের বাজারের ব্যাগ যে রিকশা চালক বাড়িতে পৌঁছে দিয়েছে তার কাছে আমরা ঋণী।আমাদের শিক্ষার পেছনে তাদেরও অবদান রয়েছে।আমি চুনারুঘাট বাসির কাছে ঋণী আমি চাই চুনারুঘাট বাসির জন্য কিছু করতে এতে যদি কিছু ঋণমুক্ত হওয়া যায়।তিনি অনুশীলন এর উত্তর উত্তর সাফল্য কামনা করেছেন।এছাড়া তিনি অনুশীলন এর পাশে থাকার আশ্বাস দিয়েছেন৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!