বান্দরবানের লামায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা,আটক ৫

0 ৯০০,০০৭

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্যে রওনা হলে পথে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার(২০ নভেম্বর)দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা পাহাড়তলি বাদশার টেক এলাকায় গাড়িবহর পৌঁছালে দুর্বৃত্তরা ম্যাজিস্ট্রেট,পুলিশ ও বিজিবিসহ যৌথবাহিনীর গাড়িবহরের ওপর হামলা চালায়।

এ সময় ইটভাটার মালিক,শ্রমিক ও কিছু স্থানীয় বাসিন্দা এই হামলায় জড়িয়ে যায়।এতে সাংবাদিকসহ কয়েজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ,বিজিবি ও একটি ট্রাকের কাচ ভাঙচুর করে।এ ঘটনার পর পাঁচজনকে আটক করে পুলিশ।ঘটনার পর অভিযান পরিচালনা না করে ঘটনাস্থল ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমটি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তোফাজ্জল হোসেন বিষয়টি স্বীকার করে বলেন,অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ায় সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করে চকরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত,শ্রমিকের কর্মসংস্থান,ইটভাটা উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সকল ইটভাটাগুলোতে কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ করে আসছিল ইটভাটার মালিক ও শ্রমিকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!