বান্দরবানে কবির মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০এর আনুষ্ঠানিক শুভউদ্বোধন

0 ২০০

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে কবির মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বান্দরবান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বান্দরবান ইয়ং বয়েস ক্লাব এর আয়োজনে কবির মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমানুল কবির আলভি।

কবির মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সাংবাদিক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা উনুর্ধ্ব-১২ ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস, সহকারী কোচ তপন ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা ও টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন মোহাম্মদ আশরাফুল সোহান, মো: সৌরভ। টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহণ করে, উদ্বোধনী খেলায় টিম লাইন্স বনাম রাজার মাঠ একাদশ খেলে, উদ্বোধনী খেলায় টিম লাইন্স কে পরাজিত করে রাজার মাঠ একাদশ বিজয় হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, কবির মেম্বার স্মৃকি ক্রিকেট টুর্ণামেন্টে উনার কথা না বল্লে নয়, উনি বান্দরবান পৌরসভার টানা ছয় ছয় বার নির্বাচিত মেম্বার-কমিশনার-কাউন্সিলর ছিলেন। বান্দরবানে বাঙ্গালী বসবাস করার উপযোগী করার পিছনে বা বান্দরবানকে আবাদ করার পিছনে কয়েকজন ব্যক্তির মধ্যে কবির মেম্বার অন্যতম একজন সংগঠক ছিলেন। তিনি পাহাড়ী-বাঙ্গালী,মুসলিম,হিন্দু, বোদ্ধ,খৃষ্টান ভেদাবেদ ভুলে সকলের কল্যানে কাজ করে গেছেন, মহান আল্লাহ উনাকে ভাল কাজের প্রতিদান ভাল দান করবেন, মহান আল্লাহ উনাকে জান্নতুল ফেরদৌস দান করুন আমিন, উনি পরপারে সুখে থাকুন মহান রবের নিকট এই প্রত্যাশা করি।

অতিথিরা আরো বলেন। লেখা-পড়ার পাশা-পাশি খেলাধূলা করা ছাত্রদের জন্য অত্যান্ত জরুরী, ক্রিকেট খেলার কারণে আজ বাংলাদেশকে সারা বিশ্ব এক নামে চিনে, জানে, জেলা পর্যায়ে ক্রিকেট খেলা পুর্বের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে, আগামীতে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। বক্তারা কবির মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উত্তর উত্তর সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!