বাশঁখালী থানার জালে গ্রেফতার ১৯৮৯ ইং সালের ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

0 ৭১

বাঁশখালী প্রতিনিধিঃ অদ্য, ১৯/০৮/২০২১ ইং তারিখ রাত অনুমান ০৩ ০০ ঘটিকার সময় বাশঁখালী থানার এ এস আই আবদুল খালেকের নেতৃত্বে একটি টিম বাশঁখালী থানাধীন পুইছড়ি এলাকার পূর্ব পুইছড়ী (শিয়াপাড়া)পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী থানার এই চৌকস দল।

কক্সবাজার জেলার চকরিয়া থানার ১৯৮৯ সালের ডাকাতি (জি আর ১১৫/৮৯) মামলার ০৪ (চার) বৎসরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি, ছালেহ আহমদ, পিতা-মৃত ইমাম শরিফ, সাং- মওলারাপাড়া, পুইছড়ি ইউপি, থানা- বাশঁখালী,
স্থায়ী ঠিকানায় থাকা অবস্থায় উক্ত মামলায় সাজা হলে একই উপজেলার পাহাড়ী রিজার্ভ এলাকায় গিয়ে বসবাস শুরু করে ঐ সাজা প্রাপ্ত আসামাী এত বছর আইন শৃঙ্খলা বাহীনির চোখে ফঁাকি দিয়ে ভিন্ন টিকানায় নিরাপদে বসবাস করে আসছিল বলে এলাকার লোকজন জানান।

চৌকস এই এস আই আব্দুল খালেকের নেতৃত্তে গত রাত ৩ঘটিকার সময় এক সাহসী ও নিখুত অভিযানে দীর্ঘ বছর পলাতক থাকা আসামীকে গ্রেতারে সক্ষম হয়।এতে জনমনে শস্তি আসে।
পুইছড়ী পাহাড়ে আরো এমন সাজা প্রাপ্ত ও দাগী আসামীদের অভয়ারন্য বলেও লোকমুখে শুনা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!