
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে সন্দ্বীপে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৯ আগস্ট)সন্ধ্যায় পৌরসভা ১০ শয্যা হাসপাতাল গেইট সংলগ্ন মোড়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ কর্মসূচি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা তারিকুল আলম তেনজিং-এর পক্ষ থেকে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে।অবৈধ দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হতে হবে।”
তাঁরা আরও বলেন,“বিএনপির এই ৩১ দফার মাধ্যমে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করা হবে।দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচিই একমাত্র পথ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা জামশিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা বিএনপি নেতা ফোরকান উদ্দিন রিজভী, জয়নাল আবেদিন বাকের, জাহেদ কামাল, জহির উদ্দিন, এয়ার বাংলা আনোয়ার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহববুল আলম শিমুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সাইফুল আমিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতা ও শুভাকাঙ্ক্ষীরা।
পথসভা শেষে একটি বিশাল মিছিল সন্দ্বীপ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।