ভোক্তা অধিকারের অভিযানে রাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা

0 ৩০০,৩৫০

নগরের চাক্তাই বাজার এলাকায় আল্লাহর দান চাউল ভান্ডারকে বিভিন্ন রাইস মিলের বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা এবং মূল্য তালিকা যথাযথভাবে না থাকার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার(২৩ আগস্ট)জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

এছাড়া এ দিন অভিযানে নেমে মেসার্স ইসলামাবাদ অটো রাইস মিলকে বর্ধিত মূল্যে চাল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা এবং আগ্রাবাদ এলাকার দিল্লি ডাইন নামের একটি রেস্টুরেন্টকে বাসি গ্রিল,ভাত এবং অপরিষ্কার,অপরিচ্ছন্ন ও নোংরা খাবার তৈরির দায়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্যাহ্,সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক  দিদার হোসেন,চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকরী পরিচালক নাসরিন আক্তার।অভিযানে সহায়তা করে এপিবিএনের একটি টিম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!