মতলব উত্তরে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বার কে চর্যাপদের অভিনন্দন ও শুভেচ্ছা।

0 ১৩৫

শুক্রবার ১৭,ডিসেম্বর ২০২১ মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সফল ও তৃতীয় বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী ও দুই বারের সফল জনপ্রিয় জনপ্রতিনিধি,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও ৮১ নং সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক একেএম গোলাম নবী খোকন কে পুনরায় নির্বাচিত হ‌ওয়ায় চর্যাপদ সাহিত্য একাডেমীর পক্ষ থেকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান চর্যাপদ একাডেমির পক্ষ থেকে উক্ত একাডেমির পরিচালক কবি ও লেখক খোরশেদ আলম বিপ্লব,সঙ্গীত শিল্পী আশিক কবির, সাংবাদিক সাইফুল ইসলাম, আরাফাত আলামিন ও পারভেজ পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক মনির হোসেন বেপারী, প্রবাসী আনিছুর রহমান সিপাই,স্বপন বেপারী,ব্যবসায়ী সুবাস চন্দ্র মজুমদার ও সানাউল্লাহ রহমান সিপাই সহ আরো অনেকে।

কবি ও লেখক খোরশেদ আলম বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সকল সৃজনশীল ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান জনাব আজমল হোসেন চৌধুরী বলেন-আমি সত্যি অভিভূত এবং আনন্দিত আজকের এই আয়োজনে আমি বরাবরের মতো আপনাদের এবং এলাকাবাসীর সহযোগিতা চাই যাতে করে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ,ইভটিজিং এর বিরুদ্ধে ব্যবস্থা সহ চলমান উন্নয়ন করতে পারি।দ্বিতীয় বারের মতো নির্বাচিত ইউপি সদস্য গোলাম নবী খোকন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনগুলোতে গ্রামবাসী ও সৃজনশীল সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সঙ্গীত শিল্পী আংশিক কবিরের সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি শেষ হয়।উল্লেখ্য যে গত বছর চর্যাপদ সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০ এ শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জনাব আজমল হোসেন চৌধুরী কে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!