
নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে(সা:)নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার(১৭ জুলাই)বিকেলে লোহাগড়া আমলী আদালতের বিচারক মোরশেদুল আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে আকাশকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।শনিবার(১৬ জুলাই)রাত ১২টার দিকে তাকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এর অভিযোগে মামলা দায়ের করেন।
সাহাপাড়ার বাড়িঘরে ভাংচুর,দিঘলিয়া বাজারের দোকানপাট ও মন্দিরে হামলার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ আবু হেনা মিলন।
উল্লেখ্য,শুক্রবার(১৫ জুলাই)লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে(সা.)কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে।বিষয়টি ওইদিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই সাহাপাড়ার বেশ কিছু বাড়িঘর,বাজারের দোকানপাঠ ভাংচুর করে দুর্বৃত্তরা। পান ব্যবসীয় গোবিন্দর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।৪টি মন্দিরেও হামলা চালানো হয়।