মানব পাঁচার ও প্রতারকের খপ্পরে পড়ে অনেকে আজ নিশ্য।

0 ১০০,০৯৭

রাশেদুল হাসানঃ লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের দুলামিঞা হাজী বাড়ির। মোঃ বাবুলের ছেলে মাহবুবুর রহমান ক্রমাগত ভাবে প্রতারণা করেই চলেছে

জিবিকার তাগিদে পরিবারের কথা চিন্তা করে সহায় সম্বল হারিয়ে বিদেশ যায় কিন্তু এ প্রতারক এদের কে নিয়ে বিভিন্ন চায়নাদের কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে বাবা মা সন্তান কে বাঁচানোর জন্য বাংলাদেশথেকে সুদে মুনাফা ও ঘর ভিটা বিক্রি করে মুক্তি পনের বিনিময় তাদের কে মুক্ত করে আনে অন্যথায় তাদেরকে মেরেফেলা হয়। এ মানব পাঁচার কারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থ নেওয়া হোক।

এমনি ঘটনা ঘটে লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার ১৩ নং দিঘলীর ১/মোঃ সহেল পিতা মৃতঃ হাফিজ উল্যাহ সাং পুর্ব দিঘলী এবাদুল্যার বাড়ি ও ২/ মোঃ তালাশ, । ৩/মোঃ বাবর । ৪/মোঃ আব্দুল্লাহ, ৫/মোঃ রনি । ৬/মাহফুজুর রহমান, ৭/ মোঃ রেদোয়ান । ৮/মোফরিদ এ ৮ জনের তথ্য এসেছে আরো নাম ঠিকানা নাজানা আরো অনেকে প্রতারিত হয়েছে কম্পিউটারে চাকুরী দিবে বলে বিদেশ নিয়ে ৬-৭ হাজার ডলারের বিনিময়ে বিভিন্ন চায়না লোকদের নিকট বিক্রি করে দেয় । তাই এ মানব পাঁচারের হাতথেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এবং ভোক্ত ভোগীদের টাকা গুলো উদ্যারের আর্জি জানানো হয়। এ বিষয় মাহবুব কে মুঠোফোনে বার বার ফোন করে ও পাওয়া যায় নাই সে ফোন রিসিপ করিনি। এ বিষয় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান এর সাথে কথা বল্লে তিনি জানান কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!