মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক উপহার দিলো ভারত

0 ৯৮

বেনাপোল যশোর জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবহিনীর ব্যবহৃত একটি ট্যাংক এবং একটি মাউন্টেন হাউটজার গান ভারত সরকার বাংলাদেশ সরকারকে উপহার দিয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে টি ৫৫ – ট্যাংক এবং ৭৫/২৪ মিঃ মিঃ মাউন্টেন হাউটাজার গান বেনাপোলে প্রবেশ করে।
উপহার সামগ্রী গ্রহনের সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে কর্নেল আশরাফ। ভারতের পক্ষে উপস্থিত থেকে হস্তান্তর করেন কর্নেল বিতিয়ন।
সুত্র মতে জানা যায় টি-৫৫ ট্যাংকটি ঢাকার শাহবাগ জাদুঘরে এবং ৭৫/২৪মিঃ মিঃ মাউন্টেন হাউটাজার গান ঢাকা সিওডি সেনানিবাসে হস্তান্তর করা হবে।
বেনাপোল কাস্টমস আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় সরকারের টি-৫৫ ট্যাংক ও মাউন্টেন হাউটাজার বেনাপোল থেকে যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!