মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0 ২৪৫

জসিম উদ্দিন রুবেলঃস্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ ২০ ডিসেম্বর ২০২০খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ, চট্টগ্রাম কমান্ড্যান্ট (এসপি) জনাব এম এ মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার জনাব মোঃ সাহাব উদ্দিন এবং মহানগর ইউনিট কমান্ডার জনাব মোজাফফর আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ হতে পাঠসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিগণ আগত বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম জেলার ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের (অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাসহ) সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় এবং ৩০৭ জন বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার পৌছে দিয়ে সংবর্ধিত করা হয়।

আগত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হতে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: আবু তাহের, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কবির আহমদ, বীর পুলিশ মুক্তিযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অব:) জনাব মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বীর পুলিশ মুক্তিযোদ্ধা পরিদর্শক (অব:) জনাব মো: আবুল বশর মহান মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের উর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর পুলিশ মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন পদবীর অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!