মুরাদনগরে ছাত্রলীগের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

0 ২৩৪

সাখাওয়াত হোসেন তুহিনঃনিজেদেরকে যোগ্যতর হিসাবে গড়ে তোলে ভবিষ্যতে নেতৃত্বের জন্য প্রস্তুত হও। সৎ আদর্শিক ও দেশপ্রেমের মনোভাব নিয়ে দেশ ও জনগনকে সেবা করার প্রত্যয় নিয়ে রাজনীতি করতে হবে। গত একযুগে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতেৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ সাফল্যের কারনে বিশ্বনেতেৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে মনে করেন। করোনা কালীন সময়ে সরকার জনগনকে একলাখ পাঁচ কোটি হাজার টাকা প্রনোদনা দিয়েছে। মুরাদনগরে শীঘ্রই যুবকদেরকে প্রশিক্ষন দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ব্যায়ে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র নির্মান করা হচ্ছে। বিগত করোনা কালীন সময়ে ছাত্রলীগ নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথি হিসেবে কথা গুলো বলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

শনিবার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানায় পৃথক ভাবে ছাত্রলীগের দুটি সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে বাঙ্গরা বাজার থানার চাপিতলা উচ্চ বিদ‍্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণ ও বিকেলে মুরাদনগর সদরের আল্লাহু চত্বর সংলগ্ন বাসটার্মিনালে ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়।

মুরাদনগর থানা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের সভাপতিত্বে ছাত্রলীগের বার্ষিক সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, সন্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভুইয়া।

সভায় আরোও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আ’লীগের (সাবেক) সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য (সাবেক ভিপি) জাকির হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন প্রমুখ।

উপজেলার বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সন্মেলন চাপিতলা উচ্চ বিদ‍্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে বেলা ১০টায় বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমীন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হারুন আল রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এ‍্যাডভোকেট আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!