যশোরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন খাওয়ানো শুরু।

0 ১৮৬

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের আট উপজেলায় তিন লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তার মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৭ হাজার ৭৯০ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৯ জন।

শনিবার ১১ ডিসেম্বর যশোর শিশু হাসপাতালের সামনে থেকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেৃইনের উদ্বোধন করেন।গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই ক্যাম্পেইন উপলক্ষে সংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানান।

তিনি জানান, আট উপজেলায় ৯২টি ইউনিয়নে ২৮২ কেন্দ্র থেকে ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র থাকবে।
সরকারিভাবে এক হাজার ও বেসরকারি পর্যায়ে ৪ হাজার কর্মী কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!