রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতামুলক সভা

0 ১,০০০,০০৬

উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্যের প্রভাব সম্পর্কে সচেতন ও সক্ষম করে তুলতে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় এক সচেতনতামূলা সেশন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিলো সিসিআর প্রজেক্ট এসডিআই এর স্কুল ও কলেজভিত্তিক প্রচারাভিযান অংশ বিশেষ ।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা সহ প্রায় শতাধীক অংশগ্রহণকারী ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন। মূল সেশন পরিচালনায় বা মুখ্য আলোচক ছিলেন সিসিআর প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী কল্যান নন্দী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকা হিসেবে সন্দ্বীপ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি হচ্ছে। ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবণাক্ততা ও ভাঙনের কারণে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এর ফলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন—জলবায়ুজনিত দুর্যোগের সময় তাদের দায়িত্ব বেড়ে যায়, নিরাপত্তা কমে যায়, এমনকি বাল্যবিবাহ ও গৃহহিংসার ঝুঁকিও বৃদ্ধি পায়।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই সচেতন প্রজন্ম গড়ে উঠলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এই প্রচারাভিযানটি বাস্তবায়ন করেছে এসডিআই (সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স ( সিসিআর) প্রজেক্ট ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, নারী সমতা ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!