রুমা জোন(২৭ইবি)এর উদ্যোগে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়াক মহরা অনুষ্ঠিত হয়।

0 ২৬৯

বান্দরবান জেলা প্রতিনিধি:আজ ১৭(ডিসেম্ভর২০২০) সকাল ১১ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলায় ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রুমা জোন (২৭ইবি)এর আয়োজনে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ এবং মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মেজর ইনজামাম-উল-হক (শুভ) (ক্যাম্প কমান্ডার, রুমা বাজার আর্মি ক্যাম্প, ক্যাপ্টেন মোঃ জাকির হোসেন (আরএমও, ২৭ ইবি), জনাব কামাল উদ্দিন ভূঁইয়া (বিএফএম) সহকারী পরিচালক, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সহকারী পরিচালক ও মোঃ ইসমাইল হোসেন ষ্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠান টির প্রশিক্ষ পরিচালনা করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন শৈমং মার্মা (শৈবং)চেয়ারম্যান,২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ, অঞ্জন বড়ুয়া সভাপতি, রুমা বাজার পরিচালনা কমিটি, নাছির উল্লা (মীর) রুমা বাজার কমটির সাধারণ সম্পাদক, এবং রুমা বাজার ও রুমা উপজেলার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট প্রায়২০০ জনের মতো জনসাধারণ এতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!