রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

0 ৮৭৫,৫২০

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ৫৮টি শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার(১১মে)চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের রূপালী ব্যাংক টাওয়ারে(ও, আর. নিজাম রোড, পাচলাইশ,সম্মেলন কক্ষ)অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ আবুল হাসান।এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংক পিএলসি’র এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন যাতে করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সফল হয়।

জাহাঙ্গীর সাংবাদিকদের উদ্দশ্যে বলেন,আপনারা জাতির বিবেক,সঠিক তথ্য উপাত্ত গ্রাহকদের জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!